Recent Comments

  ব্রেকিং নিউজ

  কোনো কেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়ার বিষয়টি আমি বাস্তবসম্মত বলে মনে করি না:সিইসি কেএম নূরুল হুদা || শপথ গ্রহণ নিয়ে দোটানায় নির্বাচিত বিএনপি দলীয় প্রার্থীরা || একটি অভিনব প্রতিবাদ || খালেদা জিয়ার আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি ৩০ এপ্রিল || আড্ডা দিতে এসে ঢাবিতে যৌন হয়রানির শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী, অভিযোগকারীরাই থানায় || ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অশুভ আঁতাতের ফসল:সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ||  মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি || সরকারে প্রথম ১০০ দিন ছিল উদ্যমহীন, উৎসাহহীন, উচ্ছ্বাসহীন, উদ্যোগহীন: ড. দেবপ্রিয় ভট্টাচার্য। || শেখ সেলিমের নাতি জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ প্রিয় ছিল || দরকষাকষির দৃষ্টান্ত কার আছে সেটি আওয়ামী নেতারা নিজেরাই জানেন,না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন: রুহুল কবির রিজভী ||

  অল্পের জন্য রক্ষা পেলো ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবতের কয়েকশ’ যাত্রী

  February 4, 2019

  pnbd24:-ইঞ্জিনের হুক ভেঙে যাওয়ায় শ্রীমঙ্গল রেলস্টেশনে ১৬টি বগিতে কয়েক শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন। আজ সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  তিনি বলেন, সোমবার সকাল ১০ টা ৫৫ মিনিটের দিকে চলন্ত গাড়িতে ঘষা লাগতে লাগতে আন্ত:নগর পারাবত ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে এসে ইঞ্জিনের হুক ভেঙে যাওয়ায় শ্রীমঙ্গল রেলস্টেশনের ২ নাম্বার লাইনে ট্রেনটি আটকা পড়ে। এতে  কোন দুর্ঘটনা ঘটেনি। কোন বগিও লাইনচ্যুত হয়নি।

  সাখাওয়াত বলেন, ‘ট্রেনটি রেলস্টেশনের ২ নাম্বার লাইনে আটকা পড়ায় ঢাকা-সিলেট লাইনে ট্রেনচলাচলে কোনো বিঘœ ঘটছে না। তবে পারাবত ট্রেনের ইঞ্জিনটি হুক লাগাতে দ্রুত কুলাউড়া স্টেশনে পাঠানো  হয়েছে। সেখান থেকে ইঞ্জিনের বগিতে হুক লাগিয়ে আনতে আনুমানিক ২ ঘন্টার মতো সময় লাগতে পারে।

  তারপর শ্রীমঙ্গল স্টেশন থেকে ১৬টি বগি নিয়ে যথারীতি সিলেটের উদ্দেশ্যে ট্রেনটি রওনা হবে। এদিকে  অনেক যাত্রী সড়কপথে তাদের গন্তব্যে যাচ্ছেন আবার অনেকে ট্রেনে ও স্টেশনে হাঁটাচলা করে সময় পার করছেন।

  Print Friendly, PDF & Email