Recent Comments

  ব্রেকিং নিউজ

  গণতন্ত্রে অবিশ্বাসীরাই ভোটের উৎসবকে কলুষিত করতে চায় || ২০৬ মামলার আসামি মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন নবী খান সোহেলের মুক্তি কতদূর? || খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল || প্রতিবছর নববর্ষ হিরন্ময় অতীতের আলোকে সম্মুখ পানে, অগ্রগতির পথে এগিয়ে যেতে তাগিদ দেয়: তারেক রহমান || বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ || সোহেলকে কারাগারে ফাঁসির সেলে রাখা হয়েছে : রুহুল কবির রিজভী || পাসপোর্ট পেতে প্রবাসীদের চরম দুর্ভোগ || বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত || রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে আওয়ামী লীগ বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে :মির্জা ফখরুল ইসলাম || বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ||

  আশুলিয়ায় প্রেসক্লাবের সদস্য ও দিনকাল প্রতিনিধিকে হুমকী, থানায় অভিযোগ

  March 30, 2019

  নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করার কারনে আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনকাল সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিকে হুমকী প্রদান ও লাঞ্ছিত করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রী করেছে।
  জানা গেছে, গত ২৭ মার্চ বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন পুর্ব ডেন্ডাবর একটি জমি নিয়ে বিরোধ হয়। ওই খবর পেয়ে সাংবাদিক নজরুল ইসলাম মানিকসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় জানা গেছে, ডেন্ডাবরের জনৈক মহর আলী মন্ডলের স্ত্রী মন্জুয়ারা বেগম সকালে নিজের জমির উপর প্রাচীর নির্মানের জন্য গেলে তাকে মারধর ও আটকে রাখার খবর পাওয়া গেছে। তাৎক্ষনিক আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত করেছে ও পরিবেশ শান্ত করেছে। ওই সাংবাদিক এই তথ্য সংগ্রহ করার কারনে কোহিনুর,হিরু, রানু, দুদু, ওয়ারেছ আলীসহ অনেকে বিভিন্ন কায়দায় উপস্থিত ও অনুপস্থিতিতে হুমকী প্রদর্শন করে আসছে। গত শুক্রবার রাত সারে ৮ টার দিকে ওই ঘটনাস্থলে একটি সুরে সুরে ধ্বণি সাংসাকৃতিক অনুষ্ঠানের আমন্ত্রনে উপস্থিত হইলে কোহিনুরসহ বিবাদীরা অনেক লোকজন ও সিনিয়র কয়েকজন সাংবাদিকের সামনে অকথ্য ভাষায় গালমন্দ দেয় এবং হুমকী দিয়ে বলে যে কোন সময় দেখে নিবে। এ ঘটনায় জিবনের নিরাপত্তা চেয়ে শনিবার সকালে আশুলিয়া থানায় উপস্থিত হয়ে নজরুল ইসলাম মানিক ২১২৪ নম্বর একটি সাধারণ ডায়রী করেছে।
  উল্লেখ থাকে, বিবাদীরা মারামারি,মাদক ব্যবসা, জুয়াসহ বিভিন্ন অপকর্মের মদদ দিয়ে থাকে এবং প্রত্যোক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আশলিয়া থানায় তাদের বিরুদ্ধে ডজন খানেক জিডি, অভিযোগ এবং আদালতে ২/৩ টি মামলা চলমান রয়েছে।

  Print Friendly, PDF & Email