
pnbd24:-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক বছর ধরে সাবেক এই প্রধানমন্ত্রীর কারাগারে আটক থাকা প্রসঙ্গে জাতিসংঘের তরফে এমন অভিমত ব্যক্ত করেন মহাসচিব আন্থোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান- ‘আমি বিস্মিত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বছর ধরে কারান্তরীণ রয়েছেন।
বিভিন্ন মামলায় জামিন পাওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হয়নি। তার মুক্তির কোনো পদক্ষেপও দেখা যাচ্ছে না। আপনি জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন, যেখানে প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনিই সর্বপ্রথম হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দেন।
Recent Comments