Recent Comments

  ব্রেকিং নিউজ

  কোনো কেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়ার বিষয়টি আমি বাস্তবসম্মত বলে মনে করি না:সিইসি কেএম নূরুল হুদা || শপথ গ্রহণ নিয়ে দোটানায় নির্বাচিত বিএনপি দলীয় প্রার্থীরা || একটি অভিনব প্রতিবাদ || খালেদা জিয়ার আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি ৩০ এপ্রিল || আড্ডা দিতে এসে ঢাবিতে যৌন হয়রানির শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী, অভিযোগকারীরাই থানায় || ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অশুভ আঁতাতের ফসল:সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ||  মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি || সরকারে প্রথম ১০০ দিন ছিল উদ্যমহীন, উৎসাহহীন, উচ্ছ্বাসহীন, উদ্যোগহীন: ড. দেবপ্রিয় ভট্টাচার্য। || শেখ সেলিমের নাতি জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ প্রিয় ছিল || দরকষাকষির দৃষ্টান্ত কার আছে সেটি আওয়ামী নেতারা নিজেরাই জানেন,না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন: রুহুল কবির রিজভী ||

  চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন ওরা ১১ জন

  November 16, 2018

  pnbd24:-ওরা ১১ জন আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন ওরা ১১ জন। কেন্দ্রে অবস্থান করে রাত-দিন  যে যার সাধ্যমতো তদবির করে যাচ্ছে নিজের মনোনয়ন নিশ্চিত করতে। সবাই কেন্দ্রে পড়ে রয়েছে নৌকার প্রতীকের মনোনয়নের আশায়। এর মধ্যে রয়েছেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি, ত্রাণমন্ত্রীর জ্যেষ্ঠপুত্র আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, সাবেক এমপি এম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, তরুণ শিল্পপতি এম ইসফাক আহসান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী ও কেন্দ্রীয় যুবলীগের মহিলাবিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা শেফালী।

  Print Friendly, PDF & Email