Recent Comments

  ব্রেকিং নিউজ

  নুসরাত হত্যার ঘটনায় অন্যতম আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন আটক || কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল || খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে সরকারপন্থি কয়েকটি মিডিয়া প্রতিদিন মনগড়া প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে:রিজভী আহম্মেদ || সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৬ জন শপথ নেবে না:বিএনপি || খালেদা জিয়ার জামিনে সরকারের কোন হস্তক্ষেপ নেই,বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন:মন্ত্রী আনিসুল হক || ‘খালেদা জিয়া-তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন || নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় ওসি মোয়াজ্জেম হোসেনের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে:পুলিশ সদর দফতর || গণতন্ত্রে অবিশ্বাসীরাই ভোটের উৎসবকে কলুষিত করতে চায় || ২০৬ মামলার আসামি মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন নবী খান সোহেলের মুক্তি কতদূর? || খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ||

  জয়পুরহাটে একটি বাস উল্টে খাদে পড়ে একজন নিহত ৮এবং ২২ জন আহত

  April 13, 2019

   

  আবুবকর সিদ্দিক
  জয়পুরহাট প্রতিনিধিঃ-
  জয়পুরহাটে একটি বাস উল্টে খাদে পড়ে একজন নিহত ৮এবং ২২ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাযের সময় বগুড়া জয়পুরহাট সড়কের কমরগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে নাম তার শেফালী গ্রাম কাদিপুর জয়পুরহাট সদর।

  পুলিশ জানায়,বগুড়া থেকে জয়পুরহাট গামী আরকে এম নামের একটি বাস জয়পুরহাটের কমরগ্রাম এলাকায় আসলে বাসটির টায়ার রড ভেংগে খাদে পড়ে যায়। ঘটঁনাস্থলে ৫ নারী ৩ শিশু নিহত হয়। আহত হয় ২২ জন পুলিশ ঘটঁনাস্থল থেকে আহতদেও জরুরী এম্বুলেনস কওে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। তার মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিহাবুল ইসলাম(৩৪)আক্কেলপুর, আরমান,৪৫ – পপি বেগম, (২৮) মোকামতলা,সুফিয়া(৩৪) ঘুঘুমাড়ী সারিয়াকান্দ, সন্জ য় বিশ্বাস, (৫০,) খনজনপুর,আলম,(৪৫) গাবতলী বগুড়া, আসলাম শেখ (৩৯,) সিরাজগন্জ ,রাসেল (৩০,) দুপচাচিয়া, আলাউদ্দিন (৩০) আওড়া, কালাই,(আবুবকর৩৪) মে,ালামগাড়ী, মুকুল( ধামইর হাট) একরামুল কবির(২৩) কালিতলা, দুপচাচিয়া, সোহাগী, সিরাজগনজ, (১৩) ফেরদৌসী (৪৫) ধারকী

  Print Friendly, PDF & Email