Recent Comments

  ব্রেকিং নিউজ

  গণতন্ত্রে অবিশ্বাসীরাই ভোটের উৎসবকে কলুষিত করতে চায় || ২০৬ মামলার আসামি মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন নবী খান সোহেলের মুক্তি কতদূর? || খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল || প্রতিবছর নববর্ষ হিরন্ময় অতীতের আলোকে সম্মুখ পানে, অগ্রগতির পথে এগিয়ে যেতে তাগিদ দেয়: তারেক রহমান || বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ || সোহেলকে কারাগারে ফাঁসির সেলে রাখা হয়েছে : রুহুল কবির রিজভী || পাসপোর্ট পেতে প্রবাসীদের চরম দুর্ভোগ || বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত || রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে আওয়ামী লীগ বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে :মির্জা ফখরুল ইসলাম || বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ||

  নড়াইলের সনাতন ধর্মাবলম্বীদের খেজুর সন্ন্যাসী পূজা!!

  April 14, 2019

  উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ উৎসবমুখর পরিবেশ ও ভিন্নধর্মী আমেজের মধ্য দিয়ে নড়াইলের সনাতন ধর্মাবলম্বীদের খেজুর সন্ন্যাসী প‚জা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের বিভিন্ন গ্রামসহ এলাকায় ‘খেজুরের কাঁদি’ পাড়ার এই উৎসব অনুষ্ঠিত হয়। সন্ন্যাসীরা তন্ত্র-মন্ত্র ও বন্দনার মাধ্যমে খালি পায়ে খেজুর গাছের চ‚ড়ায় উঠে অক্ষত অবস্থায় খেজুর নিয়ে নিচে নেমে আসেন। তন্ত্র-মন্ত্রের কারণে কাঁটা ফোটে না এমনই বিশ্বাস তাদের।গ্রাম বাংলার এই খেজুর সন্ন্যাসী প‚জা ঘিরে এ এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহের আমেজ সৃষ্টি হয়। নড়াইলের বিভিন গ্রামের সন্ন্যাসীরা, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে, জানান, সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের চৈত্র মাসের শেষ দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ প‚জা-অর্চনা করে থাকেন। একটি খেজুর গাছকে ঘিরে এ প‚জা অনুষ্ঠিত হয়। শুরুতে একটি খেজুর গাছের চারিদিকে ১০/১২ জন সন্ন্যাসী ঢাক-ঢোলের তালে তালে ঘুরতে থাকেন। তবে প্রতিবছরের ন্যায় এবার আমাদের এলাকায় খেজুর সন্ন্যাসীর সংখ্যা বেশি। ৩০ জন সন্ন্যাসী এবার এই প‚জায় অংশগ্রহন করবে। তারা পড়তে থাকেন বিভিন্ন মন্ত্র-তন্ত্র। ঘুরতে ঘুরতে এক সময় দ্রæত গতিতে খেজুর গাছ বেয়ে ওপরে উঠতে শুরু করেন। একটি খেজুরগাছে অন্তত ৫/৬ জন সন্ন্যাসী খেজুরের কাঁদি পাড়তে গাছে ওঠেন। পুণ্যের আশায় হিন্দু স¤প্রদায়ের লোকজন এই খেজুর সন্ন্যাসী প‚জা করে থাকেন। এই খেজুর খেলেও পুণ্য হয়। সেই আশায় গাছ থেকে খেজুর পাড়ার পর কাঁচা খেজুর অনেকে খেয়ে থাকেন। অনেকে আবার বাড়িতে নিয়ে ঘরে রেখে দেন। খেজুর সন্ন্যাসী প‚জা ঘিরে পরের দিন সকাল থেকে মেলার আয়োজন করা হয়। মেলা শেষে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

  Print Friendly, PDF & Email