Recent Comments

  ব্রেকিং নিউজ

  নুসরাত হত্যার ঘটনায় অন্যতম আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন আটক || কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল || খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে সরকারপন্থি কয়েকটি মিডিয়া প্রতিদিন মনগড়া প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে:রিজভী আহম্মেদ || সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৬ জন শপথ নেবে না:বিএনপি || খালেদা জিয়ার জামিনে সরকারের কোন হস্তক্ষেপ নেই,বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন:মন্ত্রী আনিসুল হক || ‘খালেদা জিয়া-তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন || নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় ওসি মোয়াজ্জেম হোসেনের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে:পুলিশ সদর দফতর || গণতন্ত্রে অবিশ্বাসীরাই ভোটের উৎসবকে কলুষিত করতে চায় || ২০৬ মামলার আসামি মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন নবী খান সোহেলের মুক্তি কতদূর? || খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ||

  নড়াইলে খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ!!

  March 14, 2019

  উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ : নড়াইলের কালিয়া উপজেলা মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলার মাঠের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিন করে। ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগনের আয়োজনে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নড়াইলের মহাজন বাজার প্রদক্ষিন করে নড়াইলের মহাজন-ইসলামপুর সড়ক অবরোধ করে। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ^জিত সাহা, জেলা পরিষদের সদস্য হাদিউজ্জামান, নড়াইলের মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন কুমার ঘোষ, আরব আলী, জাহিদ হোসেন ফকির, শিক্ষার্থী অর্ঘ ঘোষ, জান্নাতুল ফেরদৌস ইতি প্রমূখ। এসময় বক্তরা বলেন, নড়াইলের মহাজন-ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করলেও তাদের শরীর চর্চা বা খেলা-ধুলার জন্য তেমন কোন মাঠ নেই। যার করনে লেখা-পড়ার পাশিপাশি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে খেলার মাঠ তৈরী করার দাবি জানান বক্তরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, শরিফুল ইসলাম, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা সুজয় বিসাসসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  Print Friendly, PDF & Email