Recent Comments

  ব্রেকিং নিউজ

  গণতন্ত্রে অবিশ্বাসীরাই ভোটের উৎসবকে কলুষিত করতে চায় || ২০৬ মামলার আসামি মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন নবী খান সোহেলের মুক্তি কতদূর? || খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল || প্রতিবছর নববর্ষ হিরন্ময় অতীতের আলোকে সম্মুখ পানে, অগ্রগতির পথে এগিয়ে যেতে তাগিদ দেয়: তারেক রহমান || বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ || সোহেলকে কারাগারে ফাঁসির সেলে রাখা হয়েছে : রুহুল কবির রিজভী || পাসপোর্ট পেতে প্রবাসীদের চরম দুর্ভোগ || বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত || রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে আওয়ামী লীগ বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে :মির্জা ফখরুল ইসলাম || বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ||

  নড়াইলে বর্ষবরণ উপলক্ষে মেহেদী উৎসব আয়োজন!!

  April 14, 2019

  উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ উৎসবমুখর পরিবেশ ও ভিন্ন আমেজের মধ্য দিয়ে সভানেত্রী পুনাক নাহিদা চৌধুরী সুমি, এর আয়োজনে পুলিশ সুপারের বাসভবনের বর্ষবরণ ১৪২৬ উপলক্ষ্যে মেহেদী উৎসবের আয়োজন করা হয়। মেহেদী উৎসবে বাংলার সাজ মেহেদী লাগানোর মাধ্যমে কিছু নজরকাড়া মেহেদীর নকশা তুলে ধরা হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন আনজুমান আরা, জেলা প্রশাসক, নড়াইল, মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল, রিজাউল হক টিটু, স্পাউস, জেলা প্রশাসক, নড়াইল, সহধর্মিনী, মাননীয় দুদক কমিশনার (তদন্ত), সহধর্মিনী, জেলা ও দায়রা জজ, এডিসি, নড়াইল, এনডিসি, নড়াইল, মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার, নড়াইল, ইউএনও সদরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

  Print Friendly, PDF & Email