Recent Comments

  ব্রেকিং নিউজ

  এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট || ফকিরাপুলে ডাস্টবিন থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা ৫৫ রাউন্ড গুলি ও একটি গ্রেনেড উদ্ধার || দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম না কেনার সিদ্ধান্ত ছাত্রদলের || সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্যের প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন || ঠাকুরগাঁওয়ের ঘটনা অনাকাঙ্ক্ষিত : বিজিবি মহাপরিচালক ||  আগামী উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না: রুহুল কবির রিজভী || ভারত ও বাংলাদেশের সম্পর্কক‘স্বামী-স্ত্রীর মতো’ :ররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন || বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর অভিনন্দন বার্তা || বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি || হবিগঞ্জে বিএনপি নেতা জিকে গউছসহ ১৪ জন জেলে ||

  প্রার্থীর সাথে গোপন বৈঠক কারী সেই বিতর্কিত ওসি রনোজিত রায় এখন প্রার্থীদের ঘরে ঘরে

  December 21, 2018

  pnbd24:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় যোগদানের একদিন পরই ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আ.লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো.এবাদুল করিম বুলবুলে গ্রামের বাড়িতে গিয়ে গোপন বৈঠক করে আলোচনা আসা বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় এবার প্রার্থীদের বাড়ি যাচ্ছেন ও খোঁজখরব নিচ্ছেন। তবে হঠাৎ করে এই তৎপরতা নিয়ে আবারও সমালোচনা মুখে পড়লেন তিনি।
  জানা যায় নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় নবীনগরে গত ১৫ ডিসেম্বর যোগদান করেন। যোগদান করেই তিনি আ.লীগ প্রার্থী সাথে গোপন বৈঠক করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিতর্কিত হন। এর পর তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদিন সকল প্রার্থীর বাড়ি বাড়ি গিয়ে তাদের খোজঁ খবর নেন। এদিকে হঠাৎ এই খোজঁখবর নেওয়া নিয়ে আবারও তিনি সমালোচনা মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে, গোপন বৈঠক লুকানোর জন্য তিনি লোক দেখানো এই তৎপরতা চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান ওসি রনোজিত রায় মিশন নিয়েই নবীনগরে এসেছেন। প্রথম বৈঠকেই তিনি ধরা খেয়ে গেলেন। চাপে পড়েই তিনি এখন আমাদের খোজঁখবর নিচ্ছেন।
  যদিও নবীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার জন্য খোজ নেওয়া হচ্ছে।
  উল্লেখ্য: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় যোগদানের একদিন পরই ১৬ ডিসেম্বর মধ্য রাতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আ.লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. এবাদুল করিম বুলবুলে গ্রামের বাড়িতে গিয়ে গোপন বৈঠক করেন নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায়।

  Print Friendly, PDF & Email
  • 8
   Shares