Recent Comments

  ব্রেকিং নিউজ

  কোনো কেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়ার বিষয়টি আমি বাস্তবসম্মত বলে মনে করি না:সিইসি কেএম নূরুল হুদা || শপথ গ্রহণ নিয়ে দোটানায় নির্বাচিত বিএনপি দলীয় প্রার্থীরা || একটি অভিনব প্রতিবাদ || খালেদা জিয়ার আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি ৩০ এপ্রিল || আড্ডা দিতে এসে ঢাবিতে যৌন হয়রানির শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী, অভিযোগকারীরাই থানায় || ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অশুভ আঁতাতের ফসল:সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ||  মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি || সরকারে প্রথম ১০০ দিন ছিল উদ্যমহীন, উৎসাহহীন, উচ্ছ্বাসহীন, উদ্যোগহীন: ড. দেবপ্রিয় ভট্টাচার্য। || শেখ সেলিমের নাতি জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ প্রিয় ছিল || দরকষাকষির দৃষ্টান্ত কার আছে সেটি আওয়ামী নেতারা নিজেরাই জানেন,না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন: রুহুল কবির রিজভী ||

  প্রার্থীর সাথে গোপন বৈঠক কারী সেই বিতর্কিত ওসি রনোজিত রায় এখন প্রার্থীদের ঘরে ঘরে

  December 21, 2018

  pnbd24:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় যোগদানের একদিন পরই ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আ.লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো.এবাদুল করিম বুলবুলে গ্রামের বাড়িতে গিয়ে গোপন বৈঠক করে আলোচনা আসা বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় এবার প্রার্থীদের বাড়ি যাচ্ছেন ও খোঁজখরব নিচ্ছেন। তবে হঠাৎ করে এই তৎপরতা নিয়ে আবারও সমালোচনা মুখে পড়লেন তিনি।
  জানা যায় নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় নবীনগরে গত ১৫ ডিসেম্বর যোগদান করেন। যোগদান করেই তিনি আ.লীগ প্রার্থী সাথে গোপন বৈঠক করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিতর্কিত হন। এর পর তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদিন সকল প্রার্থীর বাড়ি বাড়ি গিয়ে তাদের খোজঁ খবর নেন। এদিকে হঠাৎ এই খোজঁখবর নেওয়া নিয়ে আবারও তিনি সমালোচনা মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে, গোপন বৈঠক লুকানোর জন্য তিনি লোক দেখানো এই তৎপরতা চালাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী জানান ওসি রনোজিত রায় মিশন নিয়েই নবীনগরে এসেছেন। প্রথম বৈঠকেই তিনি ধরা খেয়ে গেলেন। চাপে পড়েই তিনি এখন আমাদের খোজঁখবর নিচ্ছেন।
  যদিও নবীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার জন্য খোজ নেওয়া হচ্ছে।
  উল্লেখ্য: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় যোগদানের একদিন পরই ১৬ ডিসেম্বর মধ্য রাতে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আ.লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. এবাদুল করিম বুলবুলে গ্রামের বাড়িতে গিয়ে গোপন বৈঠক করেন নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায়।

  Print Friendly, PDF & Email
  • 8
   Shares