Recent Comments

  ব্রেকিং নিউজ

  গণতন্ত্রে অবিশ্বাসীরাই ভোটের উৎসবকে কলুষিত করতে চায় || ২০৬ মামলার আসামি মহানগর দক্ষিণের সভাপতি হাবীব-উন নবী খান সোহেলের মুক্তি কতদূর? || খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল || প্রতিবছর নববর্ষ হিরন্ময় অতীতের আলোকে সম্মুখ পানে, অগ্রগতির পথে এগিয়ে যেতে তাগিদ দেয়: তারেক রহমান || বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিন্দা ও প্রতিবাদ || সোহেলকে কারাগারে ফাঁসির সেলে রাখা হয়েছে : রুহুল কবির রিজভী || পাসপোর্ট পেতে প্রবাসীদের চরম দুর্ভোগ || বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত || রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে আওয়ামী লীগ বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে :মির্জা ফখরুল ইসলাম || বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ||

  বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার আাদায়ের লক্ষে কানেন্ট বাংলাদেশ কুয়েত সমন্ময়ক কমিটি গঠিত 

  April 12, 2019

  হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিঊজ :গত ৯ এপ্রিল মংগলবার কুয়েতহস্ত ফাহাহিল মহানগরীর স্হানীয় মোগল মহল হোটেলে, কানেন্ট বাংলাদেশ কুয়েত’র সাধারণ সভা অনুষ্টিত হয়, উক্তসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রহিম উল্লাহ , সার্বিক পরিছালনা ও সঞ্চালনায় ছিলেন, কানেক্ট বাংলাদেশ এর পরিকল্পনা পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় সমন্নয়ক  মোহাম্মদ আলী জিন্নাহ্,
  সৌজন্যে বক্তব্য রাখেছেন ইতালি থেকে আগত  জিটিভ ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি ও কানেক্ট বাংলাদেশ ইতালি  সমন্ময়ক কমিটির অন্যতম সংগঠক  শাহিন খলিল কাওসার ,আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মারুফ, ইন্জিনিয়ার ফরিদ উদ্দীন,ইন্জিনিয়ার নজরুল ইসলাম জহির, জয়যাত্রা টিভি কুয়েত প্রতিনিধি  নাসরিন আক্তার মৌসুমি, বিশিষ্ট সামাজিক সংগঠক  হারুন জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাজ্জাক, আজকের সুর্যোদয়ের কুয়েত প্রতিনিধি মাহমুদুর রহমান মাহমুদ, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী শেখ জামাল ও জাহাঙ্গীর মোহাম্মদ মুচা খবর বাপসনিঊজ ।
     সভায় সুচনা বক্তব্যে পরিকল্পনা পরিষদের সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ্ কানেক্ট বাংলাদেশ কি এবং কেন,প্রতিষ্ঠা লগ্ন থেকে কানেক্ট বাংলাদেশ এর ইতিকথা সর্বশেষ রোম সম্মেলনে ঘোষণাপত্র ও সম্মেলননে অনুমোদিত সংবিধান বিষয় সকলকে অভিহিত করেন এবং সংবিধান মোতাবেক সকলের ঐক্যমতের বিত্তিতে কুয়েত কেন্দ্রীয় সমন্নয়ক কমিটি গঠন করা হয়,
   সর্বশেষ সভার সভাপতি  রহিম উল্লাহ, নবনির্বাচিত কমিটির সকলকে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও সকলকে শুভেচ্ছা জানান এবং নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন।
   কানেক্ট বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় সমন্ময়ক কমিটি
  * সমন্ময়ক : নজরুল ইসলাম জহির ও
  * সমন্ময়ক সচিব : নাসরিন আক্তার মৌসুমী, সদস্য  মোহাম্মদ রহিম উল্লা , সদস্য  মনিরুল ইসলাম মারুফ,সদস্য : প্রৌকশলী ফরিদ উদ্দিন, সদস্য জাহাঙ্গির আলম, সদস্য শেখ জামাল উদ্দিন,সদস্য আঃ রাজ্জাক, সদস্য মাহমুদুর রহমান মাহমুদ, সদস্য জনাব : জাহাঙ্গির মোঃ মুছা ,সদস্য  আলী হোসেন সদস্য সামছ বাপ্পী,সদস্য আব্দুর রহমান, সদস্য আসপিয়া  মিমি, সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ।
  Print Friendly, PDF & Email
  • 1
   Share