Recent Comments

  ব্রেকিং নিউজ

  কোনো কেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়ার বিষয়টি আমি বাস্তবসম্মত বলে মনে করি না:সিইসি কেএম নূরুল হুদা || শপথ গ্রহণ নিয়ে দোটানায় নির্বাচিত বিএনপি দলীয় প্রার্থীরা || একটি অভিনব প্রতিবাদ || খালেদা জিয়ার আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি ৩০ এপ্রিল || আড্ডা দিতে এসে ঢাবিতে যৌন হয়রানির শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী, অভিযোগকারীরাই থানায় || ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অশুভ আঁতাতের ফসল:সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ||  মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি || সরকারে প্রথম ১০০ দিন ছিল উদ্যমহীন, উৎসাহহীন, উচ্ছ্বাসহীন, উদ্যোগহীন: ড. দেবপ্রিয় ভট্টাচার্য। || শেখ সেলিমের নাতি জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ প্রিয় ছিল || দরকষাকষির দৃষ্টান্ত কার আছে সেটি আওয়ামী নেতারা নিজেরাই জানেন,না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন: রুহুল কবির রিজভী ||

  বিরামপুরকে জেলা ঘোষনা করতে নৌকায় ভোট দিন-শিবলী সাদিক

  December 18, 2018

  মোঃ মাহমুদুল হক মানিক,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৌর শহরের ৭ নাং ওয়ার্ড আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এর আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছ।

  দিনাজপুর- ৬ আসনে দ্বিতীয় বারের মত আ.লীগের নৌকা মার্কা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শিবলী সাদিক এমপি বলেন, জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবার জন্য আগামী ৩০ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে দল মত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও বিরামপুর উপজেলার চলমান উন্নয়ন অব্যাহত রাখবার জন্য সকলের প্রতি উদাত্তো আহবান জানান।

  এ সময় তিনি আরও বলেন, একমাএ জননেএী শেখ হাসিনাই পারেন প্রস্তাবিত জেলা শহর বিরামপুরকে জেলা ঘোষনা করতে। ১৭ (ডিসেম্বর) সোমবার চাঁদপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ৭ নাং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

  এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা আ.লীগের সাঃ সম্পাদক খাইরুল আলম রাজু, জেলা যুবলীগ সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, যুবলীগ সভাপতি মোস্তফা কামাল, সাঃ সম্পাদক মাহাবুব আলম বকুল, উপজেলা আ.লীগ, পৌর আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাএলীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

  Print Friendly, PDF & Email