
pnbd24:-বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস ফেডারেশনের সভাপতি ও সাবেক শ্রম যুগ্ম পরিচালক জনাব আলী রেজা হায়দার (৮২) আজ ৯.০০ টার সময় বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহী রাজিউন।
এ বিশিষ্ট গার্মেন্টস শ্রমিক নেতার মৃত্যুতে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান বাবলু, কার্যকরি সভাপতি শেফালী হোসেন, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, মজিবুল হক, রহিমা আক্তার পুতুল, জোৎস্না বেগম, গাজীপুর জেলা কমিটির সিদ্দিকুর রহমান, আকরাম হোসেন, নাসরিন আক্তার খুকী, মারুফ, মাসুদ মন্ডল, রবিউল, বেবী আক্তার ও নারায়নগঞ্জ জেলা কমিটির আক্তার হোসেন, আজমত প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।
এছাড়া বন্ধুপ্রতিম গার্মেন্টস শ্রমিক সংগঠনের আমিনুল হক আমিন, তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপণ, সিরাজুল ইসলাম রণি, মাহতাব উদ্দিন সহিদ, শফিকুল ইসলাম শফিক, রফিকুল ইসলাম, আলমগীর রণি, বাহারাইনে সুলতান বাহার, কামরুল হাসান, সুলতানা বেগম, মোহাম্মদ আলীপ্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
Recent Comments