Recent Comments

  ব্রেকিং নিউজ

  কোনো কেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়ার বিষয়টি আমি বাস্তবসম্মত বলে মনে করি না:সিইসি কেএম নূরুল হুদা || শপথ গ্রহণ নিয়ে দোটানায় নির্বাচিত বিএনপি দলীয় প্রার্থীরা || একটি অভিনব প্রতিবাদ || খালেদা জিয়ার আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি ৩০ এপ্রিল || আড্ডা দিতে এসে ঢাবিতে যৌন হয়রানির শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী, অভিযোগকারীরাই থানায় || ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল অশুভ আঁতাতের ফসল:সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ||  মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের প্রাণহানি || সরকারে প্রথম ১০০ দিন ছিল উদ্যমহীন, উৎসাহহীন, উচ্ছ্বাসহীন, উদ্যোগহীন: ড. দেবপ্রিয় ভট্টাচার্য। || শেখ সেলিমের নাতি জায়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বেশ প্রিয় ছিল || দরকষাকষির দৃষ্টান্ত কার আছে সেটি আওয়ামী নেতারা নিজেরাই জানেন,না জানলে আপনাদের নেত্রীকে জিজ্ঞেস করুন: রুহুল কবির রিজভী ||

  ৩ যুবককে অপহরণের পর ক্রস ফায়ারের হুমকি দেয়ায় দুই এএসআই প্রত্যাহার

  February 8, 2019

  pnbd24:-৩ যুবককে অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মির্জাপুর থানার এএসআই মো. মুশফিকুর রহমান ও কালিয়াকৈর থানার এএসআই আব্দুলাহ আল মামুনকে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক।
  ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে গাজীপুরের সূত্রাপুর এলাকায় গাড়িতে গ্যাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাদের গাড়ির গতিরোধ করে গাড়ির ভেতর থেকে রায়হান, লাবিব ও নওশাদ নামের তিন যুবককে ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যায় অভিযুক্ত এএসআইরা। তারপর তাদের মির্জাপুর থানা এরিয়ায় এনে ৩০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। এ সময় তাদের ক্রসফায়ারে দেওয়ারও ভয় দেখানো হয়। অপহৃতদের বন্ধু মারফত সংবাদ পেয়ে মির্জাপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে মির্জাপুর থানায় ও পরবর্তীতে কালিয়াকৈর থানায় হস্তান্তর করেন। এ ঘটনা জানা জানি হলে বৃহস্পতিবার মির্জাপুর থানার এএসআই মো. মুশফিকুর কে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার ও এএসআই মামুনকে সংশ্লিষ্ট পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
  ওসি একেএম মিজানুল হক জানান, ঘটনাটি কালিয়াকৈর থানার। ওই থানার এএসআই মামুনের সাথে আমার থানার এএসআই মুশফিকুরের ব্যক্তিগত সম্পর্ক থাকায় সে এই ঘটনায় জড়িয়ে পরে। তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলেও জানান তিনি।।

  Print Friendly, PDF & Email